1. live@dainikkholachokh.com : দৈনিক খোলা চোখ : দৈনিক খোলা চোখ
  2. info@www.dainikkholachokh.com : দৈনিক খোলা চোখ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আহম্মদাবাদে নির্ভয়ে চলছে বালু ও বালুর গাড়িতে মাদক পাচার  বাহুবলে শীতের প্রকোপ বৃদ্ধি, বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা ভোলায় গরিব ও অসহায়দের পাশে মানবতার ফেরিওয়ালা অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া বিল্লাল মিয়াকে ❝আহম্মদাবাদের মহৎ প্রাণ❞ সম্মাননা ১০ জানুয়ারি নববর্ষের প্রথম দিনেই “বেস্ট পারফরমার ২০২৫” পুরস্কারে ভূষিত ডা. মোঃ আলমগীর হোসেন ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তিতে কৃতিত্ব অর্জন আয়ান ও অজিলের আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ নিয়ে উত্তেজনা, অধ্যক্ষের আলোচনায় প্রফেসর সাদিকুর রহমান সাংবাদিক নিরাপত্তাহীনতা ও প্রশাসনিক চাপ: চরম সংকটে মাধবপুর মডেল প্রেসক্লাব আজ কবি খাজিনা খাজির জন্মদিন খুরশেদা হেকিম শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল গ্রেড অর্জন করলো বাহুবলের মেধাবী শিক্ষার্থী মিহাদ

বাহুবলে শীতের প্রকোপ বৃদ্ধি, বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

মোঃ সমুজ আলী রানা, বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা: হবিগঞ্জের বাহুবল উপজেলায় তীব্র শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। হাড় কাঁপানো শীত ও দীর্ঘসময় ঘন কুয়াশায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, শিশু ও বৃদ্ধরা।

টানা কয়েকদিন ধরে শীতের প্রকোপ অব্যাহত থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। গরু-বাছুরসহ গৃহপালিত পশু নিয়ে বিপাকে পড়েছেন অনেকেই। একই সঙ্গে বুরো আবাদেও দেখা দিয়েছে নেতিবাচক প্রভাব। প্রচণ্ড শীতের কারণে মাঠে কাজ করতে পারছেন না কৃষকরা, ফলে চাষাবাদে বিলম্বের আশঙ্কা করছেন তারা।
সন্ধ্যা থেকে দুপুর পর্যন্ত বাহুবলের বিভিন্ন এলাকা ঘন কুয়াশায় আচ্ছাদিত থাকছে। রাতের বেলায় সড়ক ও মহাসড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। গত দুই দিন ধরে সূর্যের দেখা মেলেনি, ফলে কাজে বের হতে পারছেন না শ্রমজীবী মানুষ। কৃষকরাও জানান, শীতের কারণে কৃষিক্ষেত্রে ধীরে ধীরে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।

এদিকে, ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। শিশু ও বৃদ্ধরা সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছেন। গত এক সপ্তাহে এসব রোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন অনেকে, যার মধ্যে শিশু রোগীর সংখ্যাই বেশি।

অন্যদিকে, ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে দরিদ্র জনগোষ্ঠী চরম কষ্টে দিন কাটাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চালানো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট