মোঃ মামুন, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলায় দীর্ঘদিন ধরে গরিব, অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া। পেশাগত জীবনে ঢাকায় আইন পেশায় ব্যস্ত থাকলেও নিজের শেকড়, মাতৃভূমি ও এলাকার মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকেই তিনি এ মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
জানা গেছে, অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া দীর্ঘদিন ধরে নিজস্ব অর্থায়নে চরফ্যাশন ও মনপুরা উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলের গরিব, দুস্থ ও বেকার যুবকদের আর্থিক সহায়তা, চিকিৎসা সহায়তা এবং নানাবিধ সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। বিশেষ করে চিকিৎসার অভাবে যারা কষ্ট পাচ্ছেন—এমন অসহায় রোগীদের পাশে দাঁড়িয়ে তিনি নগদ অর্থ সহায়তার মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করেছেন।
তিনি জানান, এ পর্যন্ত অন্তত ১৯ জন গরিব, অসহায় ও দুস্থ মানুষকে চিকিৎসা ব্যয়ের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন। এছাড়াও কর্মহীন যুবকদের স্বাবলম্বী করতে বিভিন্ন সময়ে আর্থিক সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, “ঢাকায় বসবাস করলেও আমার হৃদয় পড়ে থাকে চরফ্যাশন ও মনপুরার গরিব-দুঃখী মানুষের মাঝে। মানুষের দুঃখ-কষ্ট দেখলে চুপ থাকতে পারি না। আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছেন, তা দিয়ে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি।”
তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদের উচিত নিজ নিজ অবস্থান থেকে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এতে সমাজে মানবিক মূল্যবোধ আরও দৃঢ় হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তার নিজ এলাকায় ‘অসহায় মানুষের কথা’ নামক একটি সামাজিক সংগঠনের মাধ্যমে তিনি ব্যাপক সাড়া ফেলেছেন। এই সংগঠনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে নিয়মিত আর্থিক সহযোগিতা প্রদান করে আসছেন।
এলাকাবাসীর মতে, অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া তার বাবা-মায়ের সুনাম ও মানবিক ঐতিহ্যকে ধারণ করে অত্যন্ত সুনামের সঙ্গে এলাকায় চলাফেরা করছেন। সামাজিক উন্নয়ন ও মানবসেবায় তার অবদান এলাকাবাসীর কাছে প্রশংসিত হচ্ছে।
স্থানীয় গরিব ও অসহায় মানুষরা তার এ মানবিক উদ্যোগ অব্যাহত রাখার পাশাপাশি এমন দৃষ্টান্তমূলক কাজ সমাজের অন্য বিত্তবানদেরও অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।