সমকালীন বাংলা কবিতার এক নিবিড় ও অনুভবময় কণ্ঠ
স্টাফ রিপোর্টার: সমকালীন বাংলা সাহিত্যের এক উজ্জ্বল সম্ভাবনার নাম কবি খাজিনা খাজি। আজ ২৯ ডিসেম্বর তাঁর জন্মদিন। কবি, গল্পকার, ছড়াকার ও সংগঠক হিসেবে যিনি ইতোমধ্যেই সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন।
কবি খাজিনা খাজির জন্ম কুমিল্লা জেলার বরুড়া উপজেলার মুগুজী নামক এক শ্যামল-ছায়া-ঘেরা পল্লীগ্রামে। শিউলি ঝরা শিশিরভেজা ভোর আর গ্রামীণ প্রকৃতির মমতায় বেড়ে ওঠা এই কবি এক সুসংস্কৃত মুসলিম পরিবারে লালিত-পালিত হন। তাঁর পিতা হারেজ মিয়া ভুঁইয়া ও মাতা মোসাঃ লুৎফুন নেছার একমাত্র কন্যা তিনি। চার ভাইবোনের মধ্যে সবার ছোট খাজিনা খাজি শৈশব থেকেই মেধা ও মননের অপূর্ব সমন্বয় প্রকাশ করেন।
শিক্ষাজীবনে তিনি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হলেও সাহিত্যচর্চার প্রতি ছিল তাঁর গভীর অনুরাগ। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে বিএসসি ও এমএসসি সম্পন্ন করেন। কলেজজীবনে সাংস্কৃতিক অঙ্গন, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত থেকে তিনি গড়ে তোলেন মানবিক ও নেতৃত্বগুণসম্পন্ন এক সত্তা। প্রাণিবিদ্যা বিভাগে অধ্যয়নকালেই তাঁর সাহিত্যচর্চা নতুন মাত্রা লাভ করে।
বিএনসিসি, রেড ক্রিসেন্ট সোসাইটি ও ক্যাম্পাস বার্তার সক্রিয় সদস্য হিসেবে তিনি দায়িত্বশীলতা ও মানবিকতার পরিচয় দেন। বর্তমানে তিনি কুমিল্লায় অবস্থান করছেন এবং গবেষণা ও সাহিত্যচর্চার পাশাপাশি ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে কুমিল্লা ল কলেজে অধ্যয়নরত আছেন।
কবি খাজিনা খাজির প্রথম কাব্যগ্রন্থ “দাহ কালের কাব্য” অমর একুশে গ্রন্থমেলা ২০২৩-এ প্রকাশিত হয়। গ্রন্থটি পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলে। তাঁর কবিতায় প্রেম, ব্যথা, প্রকৃতি ও সমাজবাস্তবতার গভীর অনুরণন লক্ষ্য করা যায়। নরম অথচ দৃঢ় কাব্যভাষা, আবেগঘন অথচ সুসংবদ্ধ উপস্থাপন তাঁর লেখার বিশেষ বৈশিষ্ট্য।
কুমিল্লা কবি পরিষদের সৃষ্টিলগ্ন থেকেই খাজিনা খাজির নামটি সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। পদ-পদবীর চেয়ে সংগঠন ও বন্ধুত্বকেই তিনি সবসময় বেশি গুরুত্ব দিয়েছেন। তাঁর সাংগঠনিক দক্ষতায় তিনি কুমিল্লা কবি পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রথম সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে সংগঠনটি নতুন গতিশীলতা লাভ করে। ২০২৫ সালে তাঁকে বর্ষসেরা সিইউকেপি শ্রেষ্ঠ সংগঠক সম্মাননা প্রদান করা হয়।
এছাড়াও তিনি সম্পাদক হিসেবে অনলাইন ম্যাগাজিন ‘ঘুড্ডি’, কুমিল্লা কবি পরিষদের ওয়েবসাইটের নির্বাহী সম্পাদক, বাংলাদেশ যুব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কুমিল্লা মহানগর কমিটির সভাপতি, রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি এবং সুজন কুমিল্লা মহানগরের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০২৩ সালের ৫ মার্চ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে কবি ও শিশুসাহিত্যিক হিসেবে স্বরচিত ছড়া পাঠের মাধ্যমে তাঁর সাহিত্যিক যাত্রা আরও এক অনন্য উচ্চতায় পৌঁছে যায়।
ব্যক্তিত্ব, মানসিক দৃঢ়তা, সাংগঠনিক দক্ষতা ও সত্যনিষ্ঠ অবস্থান—সব মিলিয়ে কবি খাজিনা খাজি আজ একজন পূর্ণাঙ্গ সাহিত্যিক ও মানবিক মানুষ। তিনি নিজেই বিশ্বাস করেন— “লেখার মধ্য দিয়েই একজন মানুষ অমর হয়ে ওঠে।”
যদিও তাঁর জন্ম কুমিল্লার বরুড়ায়, তবু সাহিত্য ও মানবিক কর্মকাণ্ডে অবদানের কারণে কবি খাজিনা খাজি আজ সমগ্র দেশেরই এক মূল্যবান সম্পদ।