চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঘনশ্যামপুর গ্রামের মানিক মিয়া ও তাঁর চার ছেলের বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।
সূত্র জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনায় এই মামলার উদ্যোগ নেয়া হচ্ছে।
ভিডিওতে দেখা যায়, অভিযুক্তরা প্রবাসী এক ভাই মোঃ বিল্লাল মিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করতে পিতা-মাতাকে পবিত্র কোরআনের ওপর হাত রেখে শপথ করাচ্ছেন যা অনেকের মতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল। ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
এ বিষয়ে স্থানীয় কয়েকজন ধর্মভীরু ব্যক্তি ও সামাজিক নেতৃবৃন্দ বলেন, “পবিত্র আল-কোরআনকে এভাবে মাটিতে রেখে শপথ করানো চরম অবমাননাকর। এটি ধর্মীয় অনুভূতিতে গুরুতর আঘাত।” তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিষয়টি নিয়ে এলাকাজুড়ে ব্যাপক সমালোচনা ও উত্তেজনা বিরাজ করছে।