স্টাফ রিপোর্টার: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হবিগঞ্জের বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ সমুজ আলী রানা।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই বিজয় বাঙালি জাতির গৌরবময় ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের অহংকার ও প্রেরণার উৎস।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সাংবাদিক সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ন্যায়, সততা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
শেষে তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।