কুমিল্লা প্রতিনিধি : সমসাময়িক সময়ে কুমিল্লা মহানগরের সামাজিক, সাহিত্যিক ও সাংবাদিক অঙ্গনে যে কয়েকজন নারী দৃশ্যমান ও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন, তাদের মধ্যে কবি ও সাংবাদিক খাজিনা আক্তার খাজি অন্যতম। বহুমাত্রিক কর্মকাণ্ড, নেতৃত্বগুণ ও মানবিক চেতনার কারণে তিনি ইতোমধ্যেই একটি পরিচিত নাম হয়ে উঠেছেন।
বর্তমানে তিনি কুমিল্লা মহানগর যুব ও ওয়ালফেয়ার এসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি রোটারি ক্লাব কুমিল্লা মহানগরের ভাইস প্রেসিডেন্ট এবং কুমিল্লা কবি পরিষদের সাংগঠনিক সম্পাদক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। এসব সংগঠনের মাধ্যমে তিনি তরুণদের নেতৃত্ব বিকাশ, সমাজকল্যাণমূলক কার্যক্রম ও সাহিত্যচর্চাকে এগিয়ে নিতে সক্রিয়ভাবে কাজ করছেন।
একজন কবি হিসেবে খাজিনা আক্তার খাজির লেখায় মানবতা, সমাজবাস্তবতা ও নারীর জীবনসংগ্রামের বাস্তব প্রতিফলন দেখা যায়। তাঁর কবিতা ও প্রবন্ধ বিভিন্ন সাহিত্যপত্রিকা ও অনলাইন গণমাধ্যমে প্রকাশিত হয়ে পাঠকমহলে ইতিবাচক সাড়া ফেলেছে। সাংবাদিক হিসেবেও তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে চলেছেন।
শিক্ষাক্ষেত্রেও তিনি অগ্রসর। বর্তমানে তিনি কুমিল্লা আইন কলেজের শিক্ষার্থী। আইনের জ্ঞান অর্জনের মাধ্যমে ভবিষ্যতে সমাজে ন্যায়বিচার, মানবাধিকার ও আইনি সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
নিজের লক্ষ্য সম্পর্কে খাজিনা আক্তার খাজি বলেন,
“সাহিত্য মানুষের অনুভূতির ভাষা, সাংবাদিকতা সমাজের দর্পণ আর সমাজসেবা মানবতার বাস্তব প্রয়োগ। এই তিনটিকে একসঙ্গে ধারণ করেই মানুষের পাশে থাকতে চাই।”
তার এই দৃঢ়তা ও সক্রিয়তা কুমিল্লার সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রেরণা সৃষ্টি করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।