স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের স্থানীয় পর্যায়ে আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাওয়া মানবিক ব্যক্তিত্বদের সম্মান জানাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে দৈনিক কালনেত্র। এই উদ্যোগের অংশ হিসেবে জরিপের মাধ্যমে ইউনিয়নের তিনজনকে “আহম্মদাবাদের মহৎ প্রাণ” হিসেবে নির্বাচিত করা হয়েছে। তাদের মধ্যে অন্যতম হলেন মোঃ বিল্লাল মিয়া।
জরিপে নির্বাচিত মোঃ বিল্লাল মিয়া আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের বাসিন্দা। তিনি মরহুম হাজী মানিক মিয়ার কনিষ্ঠ পুত্র। পেশায় একজন মধ্যপ্রাচ্য প্রবাসী বিল্লাল মিয়া দীর্ঘদিন ধরে বাহরাইনে ইনভেস্টর ভিসায় অবস্থান করছেন।
কৈশোর শেষে প্রবাসে পাড়ি জমানোর কারণে নিজ এলাকায় তিনি খুব একটা পরিচিত ছিলেন না। তবে সাম্প্রতিক সময়ে তার ধারাবাহিক মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড তাকে এলাকাবাসীর কাছে এক ভিন্ন পরিচয়ে পরিচিত করে তুলেছে।
গত এক বছরে মোঃ বিল্লাল মিয়া ইউনিয়নের ৯টি মসজিদের নির্মাণ ও সংস্কার কাজে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন। এছাড়াও তিনি ১৩ জনেরও বেশি দরিদ্র ও অসহায় মেয়ের বিবাহে অর্থ সহায়তা করেছেন। বিভিন্ন জটিল রোগে আক্রান্ত প্রায় ৩৫ জনের অধিক রোগীর চিকিৎসা ব্যয় বহন করেছেন তিনি।
এর পাশাপাশি অভাবগ্রস্ত নিকট আত্মীয়, পরিচিত স্বজন ও প্রতিবেশীদের নিয়মিত আর্থিক সহযোগিতার মাধ্যমে পাশে দাঁড়াচ্ছেন এই মানবিক প্রবাসী। দানশীলতা, পরোপকার ও সমাজসেবায় নিরবচ্ছিন্ন অবদানের স্বীকৃতিস্বরূপ দৈনিক কালনেত্র–এর জরিপে তাকে “আহম্মদাবাদের সেরা মহৎ প্রাণ” হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এই স্বীকৃতির সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর স্থানীয় পর্যায়ে অসংখ্য মানুষ মোঃ বিল্লাল মিয়ার প্রতি শুভকামনা ও দোয়া জানিয়েছেন।