1. live@dainikkholachokh.com : দৈনিক খোলা চোখ : দৈনিক খোলা চোখ
  2. info@www.dainikkholachokh.com : দৈনিক খোলা চোখ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আহম্মদাবাদে নির্ভয়ে চলছে বালু ও বালুর গাড়িতে মাদক পাচার  বাহুবলে শীতের প্রকোপ বৃদ্ধি, বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা ভোলায় গরিব ও অসহায়দের পাশে মানবতার ফেরিওয়ালা অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া বিল্লাল মিয়াকে ❝আহম্মদাবাদের মহৎ প্রাণ❞ সম্মাননা ১০ জানুয়ারি নববর্ষের প্রথম দিনেই “বেস্ট পারফরমার ২০২৫” পুরস্কারে ভূষিত ডা. মোঃ আলমগীর হোসেন ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তিতে কৃতিত্ব অর্জন আয়ান ও অজিলের আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ নিয়ে উত্তেজনা, অধ্যক্ষের আলোচনায় প্রফেসর সাদিকুর রহমান সাংবাদিক নিরাপত্তাহীনতা ও প্রশাসনিক চাপ: চরম সংকটে মাধবপুর মডেল প্রেসক্লাব আজ কবি খাজিনা খাজির জন্মদিন খুরশেদা হেকিম শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল গ্রেড অর্জন করলো বাহুবলের মেধাবী শিক্ষার্থী মিহাদ

চুনারুঘাটে হিন্দু পরিবারের জমি দখল ও মারধরের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বগাডুবি গ্রামে জমিজমা–সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক হিন্দু পরিবারের সদস্যদের ওপর হামলা ও জমি দখলের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক মুসলিম পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি প্রায় এক সপ্তাহ আগের বলে জানা গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্য নির্মল চন্দ্র দাস চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বগাডুবি গ্রামের বাসিন্দা। অভিযোগে অভিযুক্ত হিসেবে একই এলাকার মৃত গণি মিয়ার ছেলে মোঃ বিল্লাল মিয়া (২৭)-এর নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর দুপুর আনুমানিক দেড়টার দিকে নির্মল দাসের পরিবারের সদস্য সঞ্জিত দাস নিজ জমিতে গাছের চারা রোপণ করতে গেলে বিল্লাল মিয়া বাধা প্রদান করেন এবং একপর্যায়ে সঞ্জিত দাসের ওপর শারীরিক হামলা চালান। এ সময় সঞ্জিত দাসের পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে এলে তাদেরও মারধর ও লাঞ্ছিত করা হয়।

নির্মল দাস অভিযোগে উল্লেখ করেন, প্রভাবশালী অভিযুক্ত ব্যক্তি তাঁদের উচ্ছেদ করে জমিটি দখলের উদ্দেশ্যে গায়ের জোরে সেখানে খড়ের স্তুপ, একটি অস্থায়ী রান্নাঘর, ময়লার খাদ ও সবজির বাগান তৈরি করেছেন। এসব কাজে বাধা দিতে গেলে বারবার হামলা ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ বিষয়ে আহম্মদাবাদ ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য শামীম মিয়া বলেন, “নির্মল দাসের বাবা সামাজিক শালিশের মাধ্যমে বিল্লাল মিয়ার বাপ-চাচাদের অতিরিক্ত ৫ শতক জমি দান করার পরও পাশের জমিটি অন্যায়ভাবে দখলের চেষ্টা চালিয়ে আসছে বিল্লাল মিয়া। এ ধরনের ঘৃণ্য, অমানবিক ও সাম্প্রদায়িক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, হামলার ঘটনা সত্য এবং এর আগেও একাধিকবার এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, অভিযুক্ত বিল্লাল মিয়া স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে পরিচিত। জমি নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত বিল্লাল মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, শালিশের দিন নির্মল দাসের বাবা তাঁকে জমিটি ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন। সেই কারণেই তিনি জমিটি ব্যবহার করছেন বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট