পারভেজ হাসান লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ওসির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নবাগত ওসি জাহিদুল হক লাখাই থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমন করাই পুলিশের প্রধান দায়িত্ব। এসব কাজে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ ও সাংবাদিক একসঙ্গে কাজ করলে অপরাধ দমন সহজ হবে।”
সাংবাদিকরা এসময় পুলিশের প্রতি তাঁদের পেশাগত দায়িত্ব পালনে নীতিগত সহযোগিতার আশ্বাস দেন। তাঁরা বলেন, পুলিশ যদি দায়িত্বশীল ও জনবান্ধব হয়, তাহলে গণমাধ্যম সবসময় সহযোগিতা করবে। অপরাধ ও সামাজিক সমস্যার বিষয়ে তথ্য তুলে ধরার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নিলে জনগণের আস্থা বহুগুণে বৃদ্ধি পাবে। এসময় সাংবাদিকরা অপরাধ নির্মূলে পুলিশের সঙ্গে একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
লাখাই থানার ওসি (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্রের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লাখাই প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আলী নোয়াজ, সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, সহ-সভাপতি আশীষ দাশগুপ্ত, সহ-সভাপতি মহি উদ্দিন আহমেদ, রিপন, নির্বাহী সদস্য পারভেজ হাসান, সুশিল চন্দ্র দাস, ইয়াকুবা হাসার অন্তর, কামরুল হাসান সুজন, মতিন মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সভাপতি মহসিন সাদেক, সুমন আহমেদ বিজয়, নাজিম উদদীন রানা, দেবাশীষ আশ্চর্য্য, জুবায়েদ আহমেদ ও আশিক আহমেদ প্রমুখ।