মহিবুর তালুকদার শিবলু, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আহ্বায়ক ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় চুনারুঘাট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা ওসমান হাদির ওপর চালানো গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা ‘হাদির ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘সন্ত্রাসীদের আশ্রয়দাতাদের চিহ্নিত কর’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
এ সময় স্থানীয় সচেতন নাগরিকরা বলেন, গণঅভ্যুত্থানের পরও দিনে-দুপুরে একজন রাজনৈতিক কর্মীর ওপর গুলি চালানোর ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরই প্রমাণ। ইন্টেরিম সরকার ঘোষিত সংস্কার কার্যক্রম বাস্তবায়ন না হওয়ায় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা আজ চরম ঝুঁকির মুখে পড়েছে। তারা অবিলম্বে এই নৃশংস হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে রিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।