চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী মাঠে অনুপস্থিত রয়েছেন। আর এ অবস্থাকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা–সমালোচনা ও কৌতূহল। স্থানীয়ভাবে অনেকেই প্রশ্ন তুলছেন—প্রার্থী কোথায়? তিনি কি অসুস্থ, নাকি অন্য কোনো কারণে প্রচারণা থেকে দূরে?
দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে ঢাকার এভারগ্রীণ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যান সৈয়দ মোঃ ফয়সল। ওইদিনই তাকে সর্বশেষ গণমাধ্যম ও রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়। এরপর থেকে তিনি আর কোনো প্রকাশ্য সভা, মিছিল বা গণসংযোগে অংশ নেননি।
প্রার্থীর অনুপস্থিতির কারণে মাঠে সক্রিয় ভূমিকা পালন করছেন তার পুত্র সৈয়দ ইশতিয়াক ও ভাই শাহজাহান। তারা বিভিন্ন এলাকায় গিয়ে পোস্টার-ব্যানার, লিফলেট বিতরণ ও গণসংযোগের মাধ্যমে ভোটারদের সঙ্গে যোগাযোগ রাখছেন।
এদিকে প্রার্থীকে খুঁজে না পেয়ে এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কেউ বলছেন, তিনি ঢাকার কোনো হাসপাতালে চিকিৎসাধীন। আবার কেউ দাবি করছেন, উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অবস্থান করছেন। তবে এসব দাবি এখনও কোনোভাবেই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের পরিবারের সদস্য, ঘনিষ্ঠ রাজনৈতিক সহকর্মী কিংবা স্থানীয় বিএনপি নেতাদের কাছ থেকেও তার সঠিক অবস্থান বা শারীরিক অবস্থা সম্পর্কে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানা গেছে।
উল্লেখ্য, ৩০ নভেম্বর মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়ন বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে সর্বশেষ প্রকাশ্যে দেখা গিয়েছিল সৈয়দ মোঃ ফয়সলকে।
এ অবস্থায় ভোটারদের মধ্যে নানা প্রশ্ন—তিনি কি শিগগিরই মাঠে ফিরবেন? নাকি নির্বাচনী সমীকরণে আসতে যাচ্ছে কোনো বড় পরিবর্তন? এখনো এসব প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর মেলেনি।