চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে তফসিল ঘোষণার পর থেকে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সল নির্বাচনী মাঠে অনুপস্থিত থাকায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গত এক সপ্তাহ ধরে তাকে কোনো প্রচার–প্রচারণা বা গণসংযোগে দেখা না যাওয়ায় ভোটারদের মধ্যে নানা প্রশ্ন ও জল্পনা–কল্পনা তৈরি হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে তিনি ঢাকার এভারগ্রীণ হাসপাতালে অসুস্থ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে গেলে তাকে সর্বশেষ দেখা যায়। এরপর থেকেই তিনি আর জনসমক্ষে দেখা দেননি।
তার অনুপস্থিতিতে পুরো প্রচার কার্যক্রম পরিচালনা করছেন তার পুত্র সৈয়দ ইশতিয়াক ও ভাই সৈয়দ শাহজাহান। তারা চুনারুঘাট ও মাধবপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণসহ প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এদিকে প্রার্থীর হঠাৎ অনুপস্থিতি ঘিরে এলাকায় ছড়িয়ে পড়েছে নানা গুঞ্জন। কেউ বলছেন—তিনি ঢাকার কোনো হাসপাতালে চিকিৎসাধীন; আবার কেউ বলছেন—তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিতে গেছেন। তবে এসব বিষয়ে প্রার্থীর পরিবার বা ঘনিষ্ঠজন কেউই নিশ্চিত কোনো তথ্য দিতে রাজি হননি।
উল্লেখ্য, সর্বশেষ ৩০ নভেম্বর মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়ন বিএনপির আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে সৈয়দ মো. ফয়সলকে দেখা গিয়েছিল।
প্রার্থী মাঠে না থাকায় বিএনপি ও সমর্থকদের মধ্যে যে অনিশ্চয়তা ও আলোচনা শুরু হয়েছে, তা কবে কাটবে—এখন সেটিই দেখার বিষয়।