1. live@dainikkholachokh.com : দৈনিক খোলা চোখ : দৈনিক খোলা চোখ
  2. info@www.dainikkholachokh.com : দৈনিক খোলা চোখ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
আহম্মদাবাদে নির্ভয়ে চলছে বালু ও বালুর গাড়িতে মাদক পাচার  বাহুবলে শীতের প্রকোপ বৃদ্ধি, বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা ভোলায় গরিব ও অসহায়দের পাশে মানবতার ফেরিওয়ালা অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া বিল্লাল মিয়াকে ❝আহম্মদাবাদের মহৎ প্রাণ❞ সম্মাননা ১০ জানুয়ারি নববর্ষের প্রথম দিনেই “বেস্ট পারফরমার ২০২৫” পুরস্কারে ভূষিত ডা. মোঃ আলমগীর হোসেন ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তিতে কৃতিত্ব অর্জন আয়ান ও অজিলের আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ নিয়ে উত্তেজনা, অধ্যক্ষের আলোচনায় প্রফেসর সাদিকুর রহমান সাংবাদিক নিরাপত্তাহীনতা ও প্রশাসনিক চাপ: চরম সংকটে মাধবপুর মডেল প্রেসক্লাব আজ কবি খাজিনা খাজির জন্মদিন খুরশেদা হেকিম শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল গ্রেড অর্জন করলো বাহুবলের মেধাবী শিক্ষার্থী মিহাদ

চাঁপাইনবাবগঞ্জে এফএইচ অ্যাসোসিয়েশনের বার্ষিক শিক্ষা সমাপনী অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের আতাহার, গোবরাতলা, ঝিলিম ও শাহজাহানপুরে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) একযোগে অনুষ্ঠিত হয়েছে ফুড ফর দ্য হাংরি (এফএইচ) অ্যাসোসিয়েশনের বার্ষিক শিক্ষা সমাপনী অনুষ্ঠান। চারটি ভিন্ন কমিউনিটিতে আয়োজন করা দিনব্যাপী অনুষ্ঠানে মোট ৯০৬ শিশু অংশগ্রহণ করে।

চলতি বছর এফএইচ অ্যাসোসিয়েশন মোট ৩,২৮৬ জন নিবন্ধিত শিশুকে বার্ষিক শিক্ষা কার্যক্রমের আওতায় অন্তর্ভুক্ত করেছে। অনুষ্ঠানে শিশুদের শিক্ষাগত অগ্রগতি, অর্জন, ভবিষ্যৎ উন্নয়ন এবং পরিবার ও কমিউনিটির ভূমিকা নিয়ে নানা আয়োজন করা হয়। শিশুদের মাঝে শুকনা খাবার বিতরণ, খেলাধুলা প্রতিযোগিতা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া শিশুদের ধর্মীয় ও দেশাত্মবোধক গান, ছড়া ও কবিতা আবৃত্তি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী অভিভাবক, শিক্ষক, ধর্মীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এ ধরনের উদ্যোগ শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও শিক্ষার প্রতি উৎসাহ জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেন।

দিয়াড়ধাইনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহমুদুজ্জামান, যিনি বলেন, “পড়াশোনা একজন মানুষের জীবন বদলে দেওয়ার শক্তি রাখে।” তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান যাতে শিশুরা পড়াশোনার পাশাপাশি মানসিক স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও ব্যক্তিগত যত্নে সচেতন হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিয়াড়ধাইনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তালেব, যিনি বলেন, শিশুদের শিক্ষাজীবনে বাবা–মায়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি শিশুদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখার জন্য অভিভাবকদের নিয়মিত তদারকি করার পরামর্শ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম অফিসের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার রিপন কিসকু, ভ্যালু এক্সচেঞ্জ রিলেশনশিপ কো-অর্ডিনেটর মেহেজাবিন জাহান, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন কো-অর্ডিনেটর রনি মুরমু এবং ডিজিটাল অ্যান্ড টেকনোলজি কো-অর্ডিনেটর মুশফিকার আলী। সভাপতিত্ব করেন দিয়াড়ধাইনগর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মো. মনিরুল ইসলাম।

আয়োজকরা জানান, বার্ষিক সমাপনী অনুষ্ঠান শিশুদের শিক্ষার অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে এবং পরিবার ও কমিউনিটির সঙ্গে শিশুদের সম্পৃক্ততা বাড়াবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট