1. live@dainikkholachokh.com : দৈনিক খোলা চোখ : দৈনিক খোলা চোখ
  2. info@www.dainikkholachokh.com : দৈনিক খোলা চোখ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
আহম্মদাবাদে নির্ভয়ে চলছে বালু ও বালুর গাড়িতে মাদক পাচার  বাহুবলে শীতের প্রকোপ বৃদ্ধি, বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা ভোলায় গরিব ও অসহায়দের পাশে মানবতার ফেরিওয়ালা অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া বিল্লাল মিয়াকে ❝আহম্মদাবাদের মহৎ প্রাণ❞ সম্মাননা ১০ জানুয়ারি নববর্ষের প্রথম দিনেই “বেস্ট পারফরমার ২০২৫” পুরস্কারে ভূষিত ডা. মোঃ আলমগীর হোসেন ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তিতে কৃতিত্ব অর্জন আয়ান ও অজিলের আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ নিয়ে উত্তেজনা, অধ্যক্ষের আলোচনায় প্রফেসর সাদিকুর রহমান সাংবাদিক নিরাপত্তাহীনতা ও প্রশাসনিক চাপ: চরম সংকটে মাধবপুর মডেল প্রেসক্লাব আজ কবি খাজিনা খাজির জন্মদিন খুরশেদা হেকিম শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল গ্রেড অর্জন করলো বাহুবলের মেধাবী শিক্ষার্থী মিহাদ

মাধবপুরে আদালতের রায় পেয়েও নিজ জমিতে প্রবেশে বাধাপ্রাপ্ত সিরাজ মিয়া পরিবার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

ফোরকান উদ্দিন নোমান, মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুর উপজেলার ২ নং চৌমুহনী ইউনিয়নের কাশিমপুর গ্রামে আদালতের রায় সত্ত্বেও নিজ জমিতে প্রবেশ করতে না পারার অভিযোগ তুলেছেন মো. সিরাজ মিয়া ও তাঁর পরিবার। দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনার সৃষ্টি হয়েছে বলে জানা যায়।

ভুক্তভোগী পরিবার জানায়, জমির মালিকানা নিয়ে বিরোধের পর আদালতে মামলা দায়ের করেন মো. সিরাজ মিয়া। যথাযথ শুনানি শেষে আদালত তাঁর পক্ষে রায় প্রদান করেন। পরবর্তীতে উচ্ছেদ মামলাতেও আদালত সিরাজ মিয়া ও মো. জালাল মিয়ার নামে জায়গাটি বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন। প্রশাসনের মাধ্যমে জায়গাটি বুঝিয়ে দেওয়ার পরও তারা জমিতে প্রবেশ করতে পারছেন না।

সিরাজ মিয়ার অভিযোগ— “আদালতের রায় অনুযায়ী জায়গা বুঝে পাওয়ার পরও মনিদ্র রই দাসের লোকজন আমাদের জমিতে প্রবেশে বাঁধা দিচ্ছে। বিষয়টি থানা প্রশাসনকেও লিখিতভাবে জানিয়েছি।”

অপরদিকে অভিযোগ অস্বীকার করে মনিদ্র রই দাসের পরিবারের সদস্য নেপাল রবি দাস বলেন—

“আমার দাদা অন্যজনের কাছ থেকে জায়গাটি কিনেছিলেন। পরে দাদা মারা যাওয়ায় মামলা পরিচালনা করতে না পারায় রায় সিরাজ মিয়ার অনুকূলে যায়। তবে আমরা এ রায়ের বিরুদ্ধে স্থগিত চেয়ে আপিল করেছি এবং নতুন মামলা দায়ের করেছি।”

এ ঘটনার বিষয়ে চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার হোসেন বলেন—“আদালতের রায় যেহেতু সিরাজ মিয়ার পক্ষে, তাই এই জমির বৈধ মালিক তিনিই।”

এদিকে ঘটনাটি কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, আদালতের রায় বাস্তবায়ন ও শান্তিপূর্ণ পরিস্থিতি রক্ষায় প্রশাসনের আরও কঠোর ভূমিকা প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট