ফোরকান উদ্দিন নোমান, মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুর উপজেলার ২ নং চৌমুহনী ইউনিয়নের কাশিমপুর গ্রামে আদালতের রায় সত্ত্বেও নিজ জমিতে প্রবেশ করতে না পারার অভিযোগ তুলেছেন মো. সিরাজ মিয়া ও তাঁর পরিবার। দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনার সৃষ্টি হয়েছে বলে জানা যায়।
ভুক্তভোগী পরিবার জানায়, জমির মালিকানা নিয়ে বিরোধের পর আদালতে মামলা দায়ের করেন মো. সিরাজ মিয়া। যথাযথ শুনানি শেষে আদালত তাঁর পক্ষে রায় প্রদান করেন। পরবর্তীতে উচ্ছেদ মামলাতেও আদালত সিরাজ মিয়া ও মো. জালাল মিয়ার নামে জায়গাটি বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন। প্রশাসনের মাধ্যমে জায়গাটি বুঝিয়ে দেওয়ার পরও তারা জমিতে প্রবেশ করতে পারছেন না।
সিরাজ মিয়ার অভিযোগ— “আদালতের রায় অনুযায়ী জায়গা বুঝে পাওয়ার পরও মনিদ্র রই দাসের লোকজন আমাদের জমিতে প্রবেশে বাঁধা দিচ্ছে। বিষয়টি থানা প্রশাসনকেও লিখিতভাবে জানিয়েছি।”
অপরদিকে অভিযোগ অস্বীকার করে মনিদ্র রই দাসের পরিবারের সদস্য নেপাল রবি দাস বলেন—
“আমার দাদা অন্যজনের কাছ থেকে জায়গাটি কিনেছিলেন। পরে দাদা মারা যাওয়ায় মামলা পরিচালনা করতে না পারায় রায় সিরাজ মিয়ার অনুকূলে যায়। তবে আমরা এ রায়ের বিরুদ্ধে স্থগিত চেয়ে আপিল করেছি এবং নতুন মামলা দায়ের করেছি।”
এ ঘটনার বিষয়ে চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
তবে ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার হোসেন বলেন—“আদালতের রায় যেহেতু সিরাজ মিয়ার পক্ষে, তাই এই জমির বৈধ মালিক তিনিই।”
এদিকে ঘটনাটি কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, আদালতের রায় বাস্তবায়ন ও শান্তিপূর্ণ পরিস্থিতি রক্ষায় প্রশাসনের আরও কঠোর ভূমিকা প্রয়োজন।