কুমিল্লা প্রতিনিধি: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুমিল্লায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫ ) বাদ আসর কুমিল্লা আদর্শ সদর উপজেলার দারুস সুন্নাহ আছিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
দলীয় নেত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম, কুমিল্লা জেলা শাখা এ আয়োজন করেছে।
আয়োজকরা জানান, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতৃত্ব হওয়ায় তার অসুস্থতা দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। জাতীয়তাবাদী মূল্যবোধে বিশ্বাসী মানুষেরা দেশজুড়ে তার রোগমুক্তির জন্য দোয়া করে আসছেন। সেই ধারাবাহিকতায় কুমিল্লা জেলা আইন ছাত্র ফোরাম এই মাহফিল আয়োজন করছে।এতে এলাকার বিশিষ্ট আলেম-ওলামা, সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক ছাত্র, যুবক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
আইন ছাত্র ফোরাম কুমিল্লা জেলা শাখার নেতারা আরও বলেন, “দেশনেত্রীর সুস্থতা দেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। আমরা আশা করছি আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে জাতির সামনে আবারও নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন। দোয়া মাহফিলে সকলকে অংশ নেওয়ার অনুরোধ জানাচ্ছি।”
দোয়া মাহফিলে কোরআন তিলাওয়াত, বিশেষ মোনাজাত এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ছাড়াও দেশের শান্তি-সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হবে বলে জানা গেছে।
আয়োজকদের পক্ষ থেকে সকল শ্রেণি-পেশার মানুষকে দোয়া মাহফিলে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।