1. live@dainikkholachokh.com : দৈনিক খোলা চোখ : দৈনিক খোলা চোখ
  2. info@www.dainikkholachokh.com : দৈনিক খোলা চোখ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
আহম্মদাবাদে নির্ভয়ে চলছে বালু ও বালুর গাড়িতে মাদক পাচার  বাহুবলে শীতের প্রকোপ বৃদ্ধি, বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা ভোলায় গরিব ও অসহায়দের পাশে মানবতার ফেরিওয়ালা অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া বিল্লাল মিয়াকে ❝আহম্মদাবাদের মহৎ প্রাণ❞ সম্মাননা ১০ জানুয়ারি নববর্ষের প্রথম দিনেই “বেস্ট পারফরমার ২০২৫” পুরস্কারে ভূষিত ডা. মোঃ আলমগীর হোসেন ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তিতে কৃতিত্ব অর্জন আয়ান ও অজিলের আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ নিয়ে উত্তেজনা, অধ্যক্ষের আলোচনায় প্রফেসর সাদিকুর রহমান সাংবাদিক নিরাপত্তাহীনতা ও প্রশাসনিক চাপ: চরম সংকটে মাধবপুর মডেল প্রেসক্লাব আজ কবি খাজিনা খাজির জন্মদিন খুরশেদা হেকিম শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল গ্রেড অর্জন করলো বাহুবলের মেধাবী শিক্ষার্থী মিহাদ

মিরপুর চৌমুহনী ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন কিনলেন ৬ প্রার্থী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের বাহুবল উপজেলার ঐতিহ্যবাহী মিরপুর চৌমুহনী ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে পুরো বাজার জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আগামী ২০ ডিসেম্বর ২০২৫ ইং নির্বাচনের দিন ধার্য হওয়ায় বিভিন্ন পদে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের কার্যক্রম প্রাণচাঞ্চল্য বাড়িয়েছে ব্যবসায়ী মহলে।

ইতোমধ্যে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৬ জন প্রার্থী।

তরুণ সমাজসেবক তারা হলেন—মোঃ কদর আলী, মোঃ বাবলু মিয়া, আলহাজ্ব মোঃ আতর আলী, মোঃ তোফায়েল আহমেদ রাসেল এবং মোঃ আলী মিয়া, মোঃ হেলাল মিয়া।

এছাড়াও আলোচনায় ছিলেন বাহুবল উপজেলা দক্ষিণ যুবদলের যুগ্ম আহবায়ক হাজী শাহিন মিয়া এবং বাহুবল উপজেলা ছাত্রদলের আহবায়ক লুৎফুর রহমান চৌধুরী সুমন ।

মনোনয়ন সংগ্রহের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে সরব হয়ে উঠেছেন সম্ভাব্য প্রার্থীরা। ব্যবসায়ীদের মাঝে চলছে আলোচনা–সমালোচনা ও আগ্রহের ঢেউ। নির্বাচনী প্রক্রিয়া সামনে রেখে প্রতিটি পদের প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে বলে ধারণা করছেন স্থানীয়রা।

মনোনয়নপত্র সংগ্রহের পর প্রার্থীরা গণমাধ্যমের সাথে কথা বলে নিজেদের প্রতিশ্রুতি ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

মোঃ কদর আলী বলেন, “ব্যবসায়ীদের কল্যাণে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও আধুনিক কমিটি গঠন করতে চাই। সকলের সহযোগিতা নিয়ে বাজারের উন্নয়নে কাজ করবো।”

মোঃ বাবলু মিয়া বলেন, “বাজারের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা আমার প্রধান অঙ্গীকার। আমি সবাইকে সঙ্গে নিয়েই কাজ করতে চাই।”

আলহাজ্ব মোঃ আতর আলী জানান, “ব্যবসায়ীদের অধিকার রক্ষায় সার্বক্ষণিক কাজ করা হবে। অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমিতিকে আরও শক্তিশালী করাই আমার লক্ষ্য।”

মোঃ তোফায়েল আহমেদ রাসেল বলেন, “তরুণদের সম্পৃক্ত করে একটি গতিশীল ও কার্যকর কমিটি গঠন করতে চাই। বাজারের উন্নয়নই হবে আমার কাজের মূল কেন্দ্রবিন্দু।”

মোঃ আলী মিয়া বলেন, “ব্যবসায়ীদের যেকোনো সমস্যা সমাধানে পাশে দাঁড়ানোর অঙ্গীকার করছি। শান্তিপূর্ণ নির্বাচন ও উন্নয়নমুখী নেতৃত্বই আমার লক্ষ্য।”

অন্যদিকে হাজী শাহীন মিয়া ও লুৎফুর রহমান চৌধুরী সুমন জানিয়েছেন যে, সামনে জাতীয় নির্বাচন থাকায় তারা মিরপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন না। “গুরুত্বপূর্ণ পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া সত্ত্বেও জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও দলীয় দায়িত্বকে অগ্রাধিকার দিয়েই আমরা সমিতির নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি। জাতীয় নির্বাচনই বর্তমানে আমাদের প্রধান ফোকাস। দলের কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে সম্পূর্ণ মনোযোগ দিতে চাই।”

মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে বাজারে এখন নির্বাচনই প্রধান আলোচনার বিষয়। ব্যবসায়ীরা বলছেন, এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বাড়ায় উত্তাপ ও উচ্ছ্বাস দুটোই বেড়েছে।

স্থানীয় ব্যবসায়ী সমাজ আশা করছে—সুষ্ঠু প্রতিযোগিতার মাধ্যমে আগামী কমিটি ব্যবসায়ীদের সমস্যা সমাধান ও বাজারের সামগ্রিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট