নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর চৌমুহনী ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২০ ডিসেম্বর ২০২৫ ইং কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন পদে মনোনয়নপত্র ক্রয়ের কার্যক্রম চলছে।
এরই ধারাবাহিকতায় কমিটির নির্বাচনে প্রচার সম্পাদক পদে মনোনয়ন ক্রয় করেছেন তরুণ সমাজসেবক মোঃ রাজিব আহমেদ (সজিব)। সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশন কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র গ্রহণ করেন।
মনোনয়নপত্র ক্রয়ের পর মোঃ রাজিব আহমেদ (সজিব) বলেন, “সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে সংগঠনের উন্নয়নে কাজ করতে চাই। ব্যবসায়ীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখাই হবে আমার মূল লক্ষ্য। সকল ভোটার, ব্যবসায়ী ও এলাকার মানুষের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।”
এদিকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মিরপুর বাজারে বাসীর মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। নির্বাচনী প্রস্তুতি জোরদার হওয়ায় প্রার্থীদের নানা কর্মতৎপরতায় সরগরম হয়ে উঠেছে পুরো মিরপুর চৌমুহনী এলাকা।
এ নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরব হয়ে উঠেছে পুরো মিরপুর চৌমুহনী এলাকা। শান্তিপূর্ণভাবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে—এমনটাই আশা করছেন স্থানীয়রা।