1. live@dainikkholachokh.com : দৈনিক খোলা চোখ : দৈনিক খোলা চোখ
  2. info@www.dainikkholachokh.com : দৈনিক খোলা চোখ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
আহম্মদাবাদে নির্ভয়ে চলছে বালু ও বালুর গাড়িতে মাদক পাচার  বাহুবলে শীতের প্রকোপ বৃদ্ধি, বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা ভোলায় গরিব ও অসহায়দের পাশে মানবতার ফেরিওয়ালা অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া বিল্লাল মিয়াকে ❝আহম্মদাবাদের মহৎ প্রাণ❞ সম্মাননা ১০ জানুয়ারি নববর্ষের প্রথম দিনেই “বেস্ট পারফরমার ২০২৫” পুরস্কারে ভূষিত ডা. মোঃ আলমগীর হোসেন ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তিতে কৃতিত্ব অর্জন আয়ান ও অজিলের আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ নিয়ে উত্তেজনা, অধ্যক্ষের আলোচনায় প্রফেসর সাদিকুর রহমান সাংবাদিক নিরাপত্তাহীনতা ও প্রশাসনিক চাপ: চরম সংকটে মাধবপুর মডেল প্রেসক্লাব আজ কবি খাজিনা খাজির জন্মদিন খুরশেদা হেকিম শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল গ্রেড অর্জন করলো বাহুবলের মেধাবী শিক্ষার্থী মিহাদ

আমতলী চা বাগান কতৃপক্ষের মধ্যরাতে বালু খেকোদের বিরুদ্ধে  সাড়াশি অভিযান 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

  নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের বাহুবলে বালু খেকোদের দৌরাত্ম্য প্রতিরোধে আমতলী চা বাগান এলাকায় চলছে কঠোর নজরদারি।

গত কয়েক দিন ধরে মধ্যরাতে আমতলী চা বাগানের ব্যবস্থাপকের নেতৃত্বে আমতলীর স্পেশাল সিকিউরিটি ফোর্স মুছাই ডিভিশনের ১০ নং সেকশনে সহ বাগান জুড়ে সাঁড়াশি অভিযান দিচ্ছেন। ফলে পুরো এলাকায় সৃষ্টি হয় দৃপ্ত ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ।

অভিযানের নেতৃত্বে থাকা বাগানের ব্যবস্থাপক সোহেল রানা পাঠান বলেন, “বালু খেকোদের দৌরাত্ম্য আর বরদাস্ত করা হবে না। আমতলী পরিবার প্রস্তুত—অবৈধ কর্মকাণ্ডের দাঁতভাঙা জবাব দিতে।”

তার এই দৃঢ় ঘোষণা অভিযানে অংশ নেওয়া সদস্যদের আরও সাহসী করে তোলে।

এ বিষয়ে আমতলী চা বাগানের হেড ফ্যাক্টরী ক্লার্ক এম. কায়ছার বলেন, “বাগানের জমি ও পরিবেশ রক্ষায় আমরা সবাই একতাবদ্ধ। অবৈধ বালু উত্তোলন আমাদের উৎপাদন ব্যবস্থা ও শ্রমিক নিরাপত্তার জন্য হুমকি। তাই বাগান কর্তৃপক্ষের নির্দেশনায় আমরা মাঠে আছি, থাকব। কেউই আইনের বাইরে যেতে পারবে না।”

অভিযানে অংশ নেওয়া সদস্যরা জানান, বালু খেকোদের অবৈধ কার্যক্রম চা বাগানের পরিবেশ, সম্পদ ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই এবার কঠোর অবস্থান নিতে বাধ্য হয়েছে প্রশাসন ও বাগান কর্তৃপক্ষ।

এদিকে, চা বাগানের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা দিন-রাত একযোগে টহল চালিয়ে যাচ্ছেন। তাদের সক্রিয় উপস্থিতি বালু খেকোদের নড়বড়ে করে তুলেছে। সংশ্লিষ্টদের মতে, এই সাড়াশি টহলের মুখে অবৈধ বালু উত্তোলনকারীরা আর টিকতে পারবে না।

এ অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, চা বাগানের পরিবেশ, জমি ও সম্পদ রক্ষায় এটি অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ। এলাকার সচেতন নাগরিকরা মনে করছেন—এই উদ্যোগ অবৈধ বালু উত্তোলন বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাগান কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত নজরদারি, বিশেষ অভিযান ও সমন্বিত নিরাপত্তা টহল অব্যাহত থাকবে যতদিন না বালু খেকোদের সম্পূর্ণ নির্মূল নিশ্চিত করা যায়।

চা বাগানের নিরাপত্তা রক্ষা ও সঠিক ব্যবস্থাপনার স্বার্থে আমতলী পরিবার যে কঠোর অবস্থানে রয়েছে—এই অভিযানে তারই স্পষ্ট প্রমাণ মিলেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট