1. live@dainikkholachokh.com : দৈনিক খোলা চোখ : দৈনিক খোলা চোখ
  2. info@www.dainikkholachokh.com : দৈনিক খোলা চোখ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটারদের নিরাপত্তায় কঠোর বিশ্বম্ভরপুর থানা পুলিশ আহম্মদাবাদে নির্ভয়ে চলছে বালু ও বালুর গাড়িতে মাদক পাচার  বাহুবলে শীতের প্রকোপ বৃদ্ধি, বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা ভোলায় গরিব ও অসহায়দের পাশে মানবতার ফেরিওয়ালা অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া বিল্লাল মিয়াকে ❝আহম্মদাবাদের মহৎ প্রাণ❞ সম্মাননা ১০ জানুয়ারি নববর্ষের প্রথম দিনেই “বেস্ট পারফরমার ২০২৫” পুরস্কারে ভূষিত ডা. মোঃ আলমগীর হোসেন ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তিতে কৃতিত্ব অর্জন আয়ান ও অজিলের আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ নিয়ে উত্তেজনা, অধ্যক্ষের আলোচনায় প্রফেসর সাদিকুর রহমান সাংবাদিক নিরাপত্তাহীনতা ও প্রশাসনিক চাপ: চরম সংকটে মাধবপুর মডেল প্রেসক্লাব আজ কবি খাজিনা খাজির জন্মদিন

বাহুবলে পিবিইউএস কো-অপারেটিভ লিমিটেডের প্রতারণামূলক কার্যক্রমে গ্রাহকদের নাভিশ্বাস

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি।। হবিগঞ্জের বাহুবলে “পিবিইউএস কো-অপারেটিভ লিমিটেড” নামের এক কথিত এনজিওর কার্যক্রম ঘিরে রহস্যের দানা বাঁধছে। “পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা”র নাম ও কাগজপত্র ব্যবহার করে পরিচালিত হচ্ছে এই অস্থিত্বহীন সংস্থা। ফলে গ্রাহকদের মধ্যে তৈরি হয়েছে চরম উদ্বেগ ও ক্ষোভ।

জানা গেছে, গত কয়েক মাস ধরে বাহুবল সদর ও মিরপুরে নামমাত্র একটি করে অফিস খুলে রহস্যজনকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংস্থাটি। তবে সংস্থার প্রকৃত বৈধতা সম্পর্কে সংশ্লিষ্টরাও নিশ্চিত নন। স্থানীয়দের অভিযোগ—ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে সঞ্চয়ের নামে হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ টাকা।

মিরপুর-মহাশয়বাজার সড়কের মামদনগর এলাকায় ভাড়া করা একটি রুমে অফিস চালালেও সেখানে নেই কোনো আসবাবপত্র, নেই নিয়মিত কার্যক্রম। শুধু একটি ঘরকেই ‘অফিস’ হিসেবে দেখিয়ে চলছে কথিত এনজিওটির কার্যক্রম।

এমনকি একাধিক গ্রাহক প্রতারণার শিকার হয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। গ্রাহক আব্দুল মালেক বলেন, “ঋণ দেওয়ার কথা বলে দুই মাস ঘোরাতে ঘোরাতে শেষ পর্যন্ত কিছুই দেয়নি কর্মকর্তা সফিকুল ইসলাম।”
আরেক গ্রাহক ফরিদ মিয়া জানান, “দুই মাস ধরে আমার সঞ্চয়ের বইটিও আটকে রেখেছে সংস্থাটি। এখন তাদের অফিসেও কাউকে ঠিকমতো পাওয়া যায় না।”

এ বিষয়ে পিবিইউএস-এর মিরপুর আঞ্চলিক অফিসের ম্যানেজার পরিচয়দানকারী আবদাল হোসেন বলেন, “আমরা পল্লী বন্ধু উন্নয়ন সংস্থার কাগজপত্রের ভিত্তিতে উপজেলা প্রশাসনকে জানিয়ে কাজ করছি।” তবে তিনি পিবিইউএস নামে আলাদা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

এ বিষয়ে জানতে চাইলে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ গিয়াস উদ্দিন বলেন, “পিবিইউএস বা পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা—এ দুটি সংস্থার বিষয়ে আমি অবগত নই। গ্রাহকদের উচিত যাচাই-বাছাই করে আর্থিক লেনদেন করা।”

স্থানীয় সচেতন মহল বলছে, সংস্থাটির কার্যক্রম দ্রুত তদন্ত করে দেখার জন্য প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন, নইলে আরও অনেক গ্রাহক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট