1. live@dainikkholachokh.com : দৈনিক খোলা চোখ : দৈনিক খোলা চোখ
  2. info@www.dainikkholachokh.com : দৈনিক খোলা চোখ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আহম্মদাবাদে নির্ভয়ে চলছে বালু ও বালুর গাড়িতে মাদক পাচার  বাহুবলে শীতের প্রকোপ বৃদ্ধি, বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা ভোলায় গরিব ও অসহায়দের পাশে মানবতার ফেরিওয়ালা অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া বিল্লাল মিয়াকে ❝আহম্মদাবাদের মহৎ প্রাণ❞ সম্মাননা ১০ জানুয়ারি নববর্ষের প্রথম দিনেই “বেস্ট পারফরমার ২০২৫” পুরস্কারে ভূষিত ডা. মোঃ আলমগীর হোসেন ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তিতে কৃতিত্ব অর্জন আয়ান ও অজিলের আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ নিয়ে উত্তেজনা, অধ্যক্ষের আলোচনায় প্রফেসর সাদিকুর রহমান সাংবাদিক নিরাপত্তাহীনতা ও প্রশাসনিক চাপ: চরম সংকটে মাধবপুর মডেল প্রেসক্লাব আজ কবি খাজিনা খাজির জন্মদিন খুরশেদা হেকিম শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল গ্রেড অর্জন করলো বাহুবলের মেধাবী শিক্ষার্থী মিহাদ

বাহুবলে যৌতুকের দাবিতে প্রবাসীর স্ত্রীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৬২০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের বাহুবল উপজেলায় যৌতুকের দাবিতে সৌদি প্রবাসীর স্ত্রী রাহিমা আক্তারকে মারপিট, শ্লীলতাহানি ও নির্যাতনের অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (২২ এপ্রিল) বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে।

এ ঘটনায় ভুক্তভোগী রাহিমা আক্তার বাদী হয়ে আটজনকে আসামি করে বাহুবল মডেল থানায় মামলা দায়ের করেছেন। আসামিরা হলেন—ছানা মিয়া (৬০), লুৎফুর রহমান (৪৫), আকলু মিয়া (৩২), দিলারা বেগম (৫৫), নিছফা আক্তার (৩২), রিমা আক্তার (২৫), জুলফা আক্তার (১৮) ও রেফুল মিয়া (২১)।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১০ সালে রামচন্দ্রপুর গ্রামের শাহিন মিয়ার সঙ্গে রাহিমা আক্তারের বিয়ে হয়। সংসারে এক মেয়ে ও দুই ছেলে রয়েছে। স্বামী বিদেশে থাকায় শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই যৌতুক ও পারিবারিক কলহ নিয়ে রাহিমাকে নির্যাতন করত।

গত ১৯ আগস্ট সন্ধ্যায় স্বামীর পরিবারের সদস্যরা লাঠি ও লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে। একপর্যায়ে তাকে মাটিতে ফেলে টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করে ও গলা থেকে প্রায় ১ ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা আহত রাহিমাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে ভুক্তভোগী রাহিমা আক্তার অভিযোগ করেন, “আমার স্বামী ও তার পরিবার দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য নির্যাতন চালাচ্ছে। এমনকি বিদেশ থেকে মিথ্যা আইডি দিয়ে হুমকি দিচ্ছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

বাহুবল মডেল থানার ওসি মো. জাহিদুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট