মোছাঃ হেপি আক্তারঃ সিলেট শিক্ষাবোর্ডের অধীনে হবিগঞ্জের বাহুবল উপজেলায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় গড় পাশের হার ৬১.৭০ ভাগ। উপজেলায় জিপিএ-৫ এসেছে মোট ৩৮ টি। উপজেলার ১৯১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৯৯ জন পরীক্ষার্থী পাস করেছে। এর মধ্যে মিরপুরে সানশাইন মডেল হাই স্কুল শতভাগ পাশসহ ১৪ টি জিপিএ-৫ লাভ করেছে।
এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় জিপিএ-৫ ছাড়া বাহুবল উপজেলায় পাসের হার ৩৮.৪৯ ভাগ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বাহুবল উপজেলায় জিপিএ-৫ প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে মিরপুরে সানশাইন মডেল হাই স্কুল ১৪টি, দ্বীন নাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারি মডেল হাই স্কুল ৮ টি, পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ে ৪টি, মানব কল্যাণ উচ্চ বিদ্যালয়ে ৩টি, ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়ে ২টি, আদর্শ বিদ্যানিকেতন ভুলকোট ২টি, শাহজালাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৩টি, মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ে ১টি, ফতেপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ১টি জিপিএ-৫ পেয়েছে।
এদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে বাহুবল উপজেলায় চলতি বছরের দাখিল পরীক্ষায় দাখিল মাদ্রাসা থেকে জিপিএ-৫ পায়নি কোন শিক্ষার্থী। উপজেলার ৬টি মাদ্রাসা থেকে ২২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৫ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার শতকরা ৩৮.৪৯ ভাগ।
বাহুবল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোহেল রানা (ভারপ্রাপ্ত) এ ফলাফলের সত্যতা নিশ্চিত করে বলেন, মিরপুরে সানশাইন মডেল হাই স্কুল তাদের ধারাবাহিক সফলতা ধরে রেখেছে। বিদ্যালয় টি উপজেলার মধ্যে সেরা।
উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসায় মোট ৩৮ টি জিপিএ-৫ লাভ করেছে। এর মধ্যে মিরপুর সানশাইন মডেল হাই স্কুল একাই ১৪টি জিপিএ-৫ লাভ করে।