রাজু সরকারঃ হবিগঞ্জের বাহুবল উপজেলার উত্তর স্নানঘাট গ্রামে কবরস্থান নিয়ে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শালিসি লোকজনসহ উভয় পক্ষে অন্তত প্রায় ২০ জন আহত হয়েছেন।
গতকাল শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উত্তর স্নানঘাট গ্রামের কবরস্থান নিয়ে দীর্ঘদিন ধরে ওই গ্রামের আশরাফ উদ্দিন শামীম ও হাজী তজমুল হক চৌধুরী বাচ্চুর গোষ্ঠীর মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে সকাল ৯টার দিকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশী অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ ঝাপিয়ে পড়েন। এসময় পুলিশ ও এলাকাবাসীর প্রচেষ্টায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। এসময় ঘটনাটি সমাধানের লক্ষ্যে রাতের মধ্যে শালিসি বৈঠকের তারিখ নির্ধারণ করার সিদ্ধান্ত হয়। এর কিছুক্ষণ পরই (দুপুর ১২টার দিকে) আবারো উভয়পক্ষের লোকজন সংঘর্ষে ঝাপিয়ে পড়েন। এতে শালিসি লোকজনসহ উভয় পক্ষে প্রায় ২০ জন আহত হন। আহতদের বাহুবল ও হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এদিকে এ ঘটনার খবর পেয়ে বাহুবল মডেল থানার একদল পুলিশ ও পুটিজুরী তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আবারো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে বাহুবল মডেল থানার তদন্ত অফিসার সুকান্ত চৌধুরী জানান- পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।