1. live@dainikkholachokh.com : দৈনিক খোলা চোখ : দৈনিক খোলা চোখ
  2. info@www.dainikkholachokh.com : দৈনিক খোলা চোখ :
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন

বাহুবলে রিক্সাচালকের কাছে ধর্ষণের শিকার কিশোরী, গ্রেফতার ২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ৫৬০ বার পড়া হয়েছে

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে বোনের বাড়িতে যাওয়ার পথে রিক্সা চালক কর্তৃক ধর্ষণের স্বীকার হয়েছে কিশোরী, এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ধর্ষণের সাথে জড়িত দুজনকে গ্রেফতার করেছে বাহুবল মডেল থানা পুলিশ।

শনিবার (৩১ মে) উপজেলার সদর ইউনিয়নে গোহারুয়া গ্রামর এ ঘটনাটি ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন ৪ নং সদর ইউনিয়নের হাবিজপুর গ্রামের মো: আলাউদ্দিনের ছেলে রিক্সা চালক মো: ওয়ারিছ মিয়া (২৫) তার চাচাত বোনের জামাই একই ইউনিয়নের গোহারুয়া গ্রামের মৃত ছন্দু মিয়ার ছেলে মো: তাজুল ইসলাম (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে একই উপজেলার চন্দনিয়া এলাকার ঝুনু (ছদনাম) বোনের বাড়ি ভাদেশ্বরে যাওয়ার জন্য রিক্সা চালক ওয়ারিছের রিক্সায় উঠেন, রিক্সা চালক ভাদেশ্বর গ্রামে না গিয়ে অন্য রাস্তায় কিশোরীকে নিয়ে যায়। কিশোরী ঝুনু বোনের বাড়ির রাস্তা চিনতে পারেনি, এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসে। সুচতুর রিক্সা চালক গোহারুয়া গ্রামের তার চাচাতো বোনের বাড়িতে নিয়ে যায় কিশোরীকে। সেখানে রাতভর তাকে ধর্ষন করে। শনিবার রাত ১০টার দিকে এমন খবর পেয়ে পুলিশ ঘটনান্থলে যায়। বিস্তারিত জেনে রাত ২টায় ভাদেশ্বর থেকে রিক্সা চালক ওয়ারিছকে, রাত ৩টার দিকে তার বোন জামাই তাজুল ইসলামকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় রাতেই কিশোরীর আপন বোনের জামাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

পরীক্ষার জন্য কিশোরীকে হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম বলেন, শনিবার রাত ১০টায় এমন সংবাদ পাওয়ার সাথে সাথে আমি নিজে অভিযানে নেমে দুই ধর্ষককে গ্রেফতার করেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট