বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি- নিজের ভূমি সুরক্ষিত রাখি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের বাহুবলে “ভূমি মেলা ২০২৫” উদ্বোধন করা হয়েছে।
রবিবার ২৫ মে বিকাল ৪ টায় উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ গিয়াস উদ্দিন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ মাহবুবুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর ডাঃ সিরাজুল ইসলাম, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ সমুজ আলী রানা, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, সমন্বয়ক তোফায়েল আহমেদ, মোঃ সুজন মিয়া প্রমুখ।
পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদর প্রদক্ষিণ করে।