বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ বাহুবল মডেল প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সমুজ আলী রানা ও সাধারণ সম্পাদক সাজিদুর রহমানকে আনুষ্ঠানিক সংবর্ধনা দিয়েছে বাহুবল উপজেলা ট্রাক শ্রমিক কল্যাণ সমিতি।
রবিবার (১৮ মে) রাত ৮ টায় সমিতির কার্যালয়ে সিনিয়র সহ-সভাপতি আশিক মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি শফিকুল ইসলাম মেম্বারের সঞ্চালয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাহুবল মডেল প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোঃ সমুজ আলী রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাজিদুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শ্রমিক কল্যান সমিতির সহ-সভাপতি মোঃ মর্তুজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক বিলাল আহমেদ, কোষাধ্যক্ষ মোঃ জাবেদ আলী, নির্বাহী সদস্য মোঃ তোরাব আলী ও আফজাল মিয়া প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিতদেরকে ফুলের মালা পরিয়ে এবং সম্মাননা স্বারক দিয়ে বরণ করা হয়।