বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাহুবল কলেজ ছাত্রদল।
আজ রবিবার (১৮ মে) দুপুরে বাহুবল কলেজ ছাত্রদলের আহবায়ক বদরুল আলম ও সদস্য সচিব শাহীন আলম আখঞ্জীর নেতৃত্বে উপজেলা গেইটের সামন থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বাহুবলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মধ্যে বাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় কলেজ ছাত্রদলের আহবায়ক বদরুল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহীন আলম আখঞ্জীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাহুবল কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহিন আহমেদ, সদস্য সাইদুর রহমান, ছাত্রদল নেতা সাকিব আহমেদ ও সুজন মিয়া প্রমুখ।