বাহুবল( হবিগঞ্জ )প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে বিদ্যুৎপৃষ্ট হওয়ার পর ওই নারীকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, বাহুবল উপজেলার চানপুর গ্রামের মৃত রহিম উল্লার স্ত্রী ফুলমতি বেগম (৫০) রবিবার সকাল ৮ টার দিকে নিজ বাড়িতে কাজ করছিলেন। এ সময় কাঁচা বাঁশে বিদ্যুৎ এর তার লাগানো থাকায় ফুলমতি বেগম বাশে ধরলে গুরুত্বর জখম হয়।
স্বজনরা তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে জরুরী বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বাহুবল মডেল থানার ওসি ( তদন্ত) সুকান্ত চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।