বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে উপজেলা প্রশাসনের উদ্যোগে মে দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন একটি র্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় লাইটেস স্ট্যান্ডে পথ সভায় মিলিত হয়।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ গিয়াস উদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ আব্দুর রকিব।
এতে অংশ গ্রহণ করেন বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।