রাজু সরকার: হবিগঞ্জের বাহুবলে দীর্ঘ আড়াই মাস উপজেলা সহকারী কমিশনার ভুমি (এসিল্যান্ড) পদ শূন্য থাকার পর অবশেষে নতুন এসিল্যান্ড হিসেবে পদায়ন পেয়েছেন মোঃ মাহবুবুল ইসলাম। তিনি আগামী সপ্তাহের শুরুতেই যোগদান করতে পারেন বলে উপজেলা সহকারী কমিশনার ভুমি অফিস সুত্রে জানা গেছে।
গত শনিবার (২৬ এপ্রিল) সিলেট বিভাগীয় কমিশনার খান মো: রেজা-উন-নবী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পদায়ণকৃত নতুন এসিল্যান্ড মাহবুল ইসলাম ৩৮ তম ব্যাচ (বিসিএস) এর একজন কর্মকর্তা। এর পূর্বে সিলেট জেলার সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি (এসিল্যান্ড) হিসেবে কর্মরত ছিলেন। তিনি মৌলভীবাজার জেলার বাসিন্দা।
এদিকে চলতি বছরের ২ ফেব্রুয়ারী সহকারী কমিশনার (ভূমি) শিবরাজ চৌধুরী বদলী হওয়ার পর থেকে পদটি শূন্য থাকে। ফলে ভূমি সংক্রান্ত সকল কাজ একাই দেখভাল করতেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দিন। নতুন এসিল্যান্ডের পদায়নে উপজেলা প্রশাসনের কার্যক্রম আরো গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।