রাজু সরকার: হবিগঞ্জের বানিয়াচংয়ে ধান কাটার সময় বজ্রপাতে দূর্বাসা দাশ (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ছাড়া বজ্রঘাতে আরও তিনজন আহত হয়েছে। নিহত দূর্বাসা দাশ উপজেলার আড়িয়ামুগুর গ্রামের কালাবাসী দাশের ছেলে।
সোমবার (২৮ এপ্রিল) সকালে আড়িয়ামুগুর গ্রামের পূর্ব হাওরে এ ঘটনা ঘটে।
জানা যায়, সকালে বজ্রপাত ও বৃষ্টি শুরু হলে তখন হাওরে ধান কাটছিলেন ওই গ্রামের কালাবাসী দাশের ছেলে দূর্বাসা দাশসহ তার ভাই ও বোন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে দূর্বাসা দাশ ঘটনাস্থলে নিহত হন। এছাড়া তার ভাই ভুূষণ দাশ (৩৪) ও বোন সুধন্য দাশ (২৮) আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ দিকে একই দিনে বজ্রপাতে উপজেলার বাগহাতা গ্রামের নুরুল ইসলামের ছেলে বায়েজিদ (১৩) নামে এক শিশু আহত হয়। এ ঘটনায় নিহত দূর্বাসা দাশের পরিবারকে ২০ হাজার টাকা সহায়তা করবে বলে জানিয়েছেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তার সাথী।