হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি আতিকুর রহমান আতিককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এসময় তিনি উপজেলা সমন্বয় কমিটির সভায় যোগ দিতে এসেছিলেন।
মাধবপুর উপজেলা আলীগের এই আলোচিত নেতা গ্রেফতার হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।