মোছাঃ হেপি আক্তারঃ হবিগঞ্জের বাহুবল মডেল থানা পুলিশ কর্তৃক অপারেশন ডেভিল হান্ট অভিযানে বাহুবল উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বদরুল আলম ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৩ এপ্রিল) বিকালে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম এর দিক নির্দেশনায় বাহুবল মডেল থানার এসআই মোঃ একলাছুর রহমান ভূঞাঁ, এএসআই মোহাম্মদ আব্দুল বারেক ও এএসআই মোহাম্মদ হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে তাদের কে গ্রেফতার করে।
বদরুল আলম উপজেলার দৌলতপুর প্রকাশ উত্তর বাহুবল গ্রামের মোঃ নুর ইসলামের পুত্র এবং তোফায়েল আহমেদ উপজেলার মীরের পাড়া গ্রামের আব্দুল আলী পুত্র ।
বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জানান, তারা এতদিন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হবিগঞ্জ সদর মডেল থানারপ্রেরণ করা হয়েছে ।